বরগুনার তালতলীতে মোবাইল কোর্টে এক মাদকসেবীর কারাদণ্ড এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গত শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
জানা গেছে, উপজেলার মালিপাড়া সড়কে দাঁড়িয়ে গাঁজা সেবন করছিলেন ছাতনপাড়া এলাকার হানিফ খলিফার পুত্র রেজাউল (২৪)। সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাকে আটক করে। এ সময় ৩ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও প্রদান অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে অবশিষ্ট মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়।
টিএইচ