বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তালতলীতে সেতু ভেঙে পড়ায় দুই গ্রামের মানুষের দুর্ভোগ

তালতলী (বরগুনা) প্রতিনিধি 

তালতলীতে সেতু ভেঙে পড়ায় দুই গ্রামের মানুষের দুর্ভোগ

বরগুনা তালতলী উপজেলায় নিশানবাড়িয়া ইউনিয়নের অঙ্কুজানপাড়া সোবাহানপাড়া সংযোগ ব্রিজ ভাঙা জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় ছিল। জরাজীর্ন ব্রিজটি দীর্ঘদিন যাবত স্থানীয় লোকজনের উদ্যোগে কাঠ দিয়ে সামান্য মেরামত করে পায়ে হেঁটে চলাচল করছিল। 

গাড়ি-ঘোড়া না চলায় কৃষকদের তাদের কৃষি সামগ্রী নিতে অনেক ব্যয়বহুল হচ্ছিল। বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সোবাহান পাড়া ও মোয়াপাড়ার ১৫০ পরিবারের লোক। আরো একটি দাখিল মাদরাসার শিক্ষার্থীরা অবহেলিত। ছোট শিক্ষার্থীরা ব্রিজ দিয়ে পার হতে যেকোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে।

রোববার (২ এপ্রিল) গভীর রাতে ওই জরাজীর্ণ ব্রিজটি ভেঙে পড়ে যায়। বর্তমানে সোবাহানপাড়া ও মোয়াপাড়ার লোকজন তালতলী উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে।  

এই ব্যাপারে নিশানবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু বলেন, ব্রিজটি নতুনভাবে আবারও স্থানীয় প্রকৌশল অফিস তালতলীতে স্কিম দেয়া হয়েছে এখন পর্যন্ত অনুমোদন হয়নি। অনুমোদন হলে নতুন করে আবার নির্মাণ করা হবে। 

স্থানীয় সরকার প্রকৌশল কর্মকর্তা মো. রাসেল বলেন, এ বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

টিএইচ