শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

তালতলীর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

তালতলী (বরগুনা) প্রতিনিধি

তালতলীর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

বরগুনার তালতলীতে সাগরে জাল ফেলতে গিয়ে জেলের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত ওই জেলে উপজেলার বড়বগী ইউনিয়নের জাকিরতবক গ্র্রামের মেসের শিকদারের ছেলে জাকির হোসেন (৩০)। 

তিনি শুক্রবার (৭ জুলাই) সকালে নদী থেকে ট্রলার কিনারে নিতে গেলে ধাওয়ার সাথে পায়ে ফাঁস লেগে পানিতে ডুবে যায়। এলকাবাসী ও আত্মীয়স্বজরা অনেক খোঁজাখুজির পরে সকালে ৮ টায় জাকিরের মরদেহ উদ্ধার করে।

সরেজমিন গিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ৬নং নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়ীয়ার পায়রা নদীর গভীরে ট্রলারের গ্রাফি (ঘাট দেয়ার যন্ত্র) ফেলে থামিয়ে রাখে। শুক্রবার (৭ জুলাই) সকালে নদীর পারে আসার জন্য নদীর গভীর থেকে গ্রাফি উঠানোর সময়ে ধাওয়ার সাথে দু পায়ে ফাঁস লেগে পানিতে পড়ে দীর্ঘ খোঁজাখুজির পরে তার মরদেহ উদ্ধার করে সংঙ্গীরা। 

৬নং নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু বলেন, আমাদের এই নদীতে অসাবধানতাবসত এভাবে অনেক জেলে প্রাণ হারিয়েছে। তালতলী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ