মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

তালায় গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

তালায় গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

সাতক্ষীরার তালায় জাম গাছ থেকে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) তালা উপজেলার বারুইহাটি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া কলেজছাত্র সোয়েব গাজী তালা উপজেলার খলিলননগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রবাসী ইছার উদ্দীন গাজীর পুত্র।

স্থানীয়রা জানান, সোয়েব গাজী জাতপুর টেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র। মঙ্গলবার (৪ জুন) তালায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বারুইহাটি নামক স্থানে একটি জাম গাছে উঠে জাম পাড়তে। 

এসময় অসাবধানতা বশত পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তালা থানার ওসি মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

টিএইচ