রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

তালায় ধান-চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

তালায় ধান-চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

শেখ হাসিনার বাংলাদেশ ‘ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে তালায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

খাদ্যগুদাম তালা আয়োজনে বুধবার (১৫ মে) পাটকেলঘাটায় খাদ্যগুদাম চত্বরে ওই ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) এমপি ফিরোজ আহম্মেদ স্বপন। 

এসময় উপস্থিত ছিলেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, পাটকেলঘাটা ওসি মো. মাসুদুর রেজা, সরুলিয়া ইউপি সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান, মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন রঞ্জু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সজীব উদ্দৌলা, ব্যবসায়ী আব্দুর রব পলাশ প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী ,কৃষক প্রতিনিধি ও মিল মালিকরা উপস্থিত ছিলেন। 

এবার উপজেলার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৫০০ টন চাল প্রতিকেজি ৪৫ টাকা এবং ধান লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১৭ টন ধান প্রতিকেজি ৩২ টাকা ।

টিএইচ