বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তালায় নবজাতকের লাশ উদ্ধার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালায় নবজাতকের লাশ উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) মাগুরা বাজারের এনামুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘর থেকে নবজাতক ছেলে শিশুর লাশটি উদ্ধার করা হয়।

এ সময় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য মাগুরা এলাকার ঝরনা খাতুন (৩৫) এবং মো. আল আমিন (২৮) নামের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার (১১ ফেব্রুয়ারি) মাগুরা বাজারের এনামুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘরের পেছনে একটি নবজাতকের লাশ দেখে তালা থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

টিএইচ