সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

তালায় নবাগত ইউএনওর সঙ্গে বিভিন্ন সংগঠনের মতবিনিময়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

তালায় নবাগত ইউএনওর সঙ্গে বিভিন্ন সংগঠনের মতবিনিময়

সাতক্ষীরার তালায় সদ্য যোগদানকারী ইউএনও শেখ মো. রাসেলের সঙ্গে তালা প্রেসক্লাব, তালা মহিলা কলেজ ও বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তালা মহিলা কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু হাসান, তরুণ কুমার সরদার, চিত্তরঞ্জন সেন, নন্দী দিপংকর, শফিকুল ইসলাম, নিলুফার বানু, প্রভাষক দীপ্তি রাণী, মশিয়ার রহমান উপস্থিত ছিলেন।

উন্নয়ন প্রচেষ্টার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী, সম্বয়কারী এ এস এম মুজিবুর রহমান, প্রকল্প সম্বয়কারী শাহানেওয়াজ কবির শাওন।

তালা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, আহ্বায়ক এম এ হাকিম, সেলিম হায়দার, কাজী আরিফুল হক ভুলু, সেকেন্দার আবু জাফর বাবু, শফিকুল ইসলাম, রোকনুজ্জামান টিপু, কে এম শাহীনুর রহমান, সুমন রায় গনেশ উপস্থিত ছিলেন।

টিএইচ