বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তালায় ১৩ বসতঘর পুড়ে গেছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

তালায় ১৩ বসতঘর পুড়ে গেছে

সাতক্ষীরার তালায় অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শিমুল রানা বলেন, গত সোমবার রাতে আগুন লাগলে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।  

এ সময়  সাতটি বসতবাড়ি, ছয়টি  রান্নাঘর গোয়ালসহ ১৩টি ঘর পুড়ে যায়। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আলাউদ্দীন জানান, ধলবাড়িয়া গ্রামের আব্দুল গনি শেখের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোয়। এতে একই পরিবারের সুরত আলী শেখ, আমিনুর শেখ, ফারুক শেখ, আব্দুল গফুর শেখ, ইকরাজ আলী শেখ, আজিবর শেখের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেয়ায় পার্শ্ববর্তী আরও ২০ থেকে ৩০টি ঘর রক্ষা পায়। আগুনে আশপাশের আরও কয়েকটি ঘরের আংশিক ক্ষতি হয়েছে।

ভুক্তভোগীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই বাড়িতে ছিলেন না। তাই কোনো পরিবারের লোকজনই পুড়ে যাওয়া ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেন নি। আগুনে সাতটি  ঘরের সবকিছুই পুড়ে গেছে, বাকি ৬টি বিভিন্ন ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টিএইচ