সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

তাহিরপুর হাওরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

তাহিরপুর হাওরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ঝড়ের কবলে পরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই যুবকের মধ্যে মো. শাহ আলমের (৫০) মরদেহ ভেসে উঠেছে মাটিয়ান হাওরে। 

মঙ্গলবার (২৯ আগস্ট) হাওর থেকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চিলাইন তাহিরপুর গ্রামের মৃত মছরফ আলীর ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন। 

তবে একজনের লাশ উদ্ধার করলেও সন্ধান মিলেনি একেই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজের (৪৮)। গত রোববার সান্ধায় উপজেলার মাটিয়ান হাওর নৌকাডুবির দুর্ঘটনাটি ঘটে।

টিএইচ