বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তাহিরপুরে নির্ধারিত সময়ের আগেই খাদ্যগুদামে ধান সংগ্রহ বন্ধ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

তাহিরপুরে নির্ধারিত সময়ের আগেই খাদ্যগুদামে ধান সংগ্রহ বন্ধ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা খাদ্যগুদামে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই বন্ধ করে দেয়া হয়েছে বোরো ধান সংগ্রহ কার্যক্রম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। 

জানা যায়, নিয়মানুযায়ী লটারির মাধ্যমে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার কথা রয়েছে। কিন্তু তারা ৩১ জুলাই পর্যন্ত ধান সংগ্রহ করার পর ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ করেছেন। 

যদিও এবছর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ১২৯২ টন। সে লক্ষ্যে শুরু থেকে ৩১ জুলাই পর্যন্ত ১২১৮ টন ধান সংগ্রহ করা হয়। বাকী ৭৪ টন ধান সংগ্রহ করা হয়নি।

উপজেলার রতনশ্রী গ্রামের কৃষক মিজানুর মিয়া বলেন, নিয়মঅনুযায়ী ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ করার কথা, কিন্তু কর্তৃপক্ষ ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ফলে গুদামে ধান দিতে পারছি না।

তাহিরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান বলেন, ৩১ জুলাই জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে এক জরুরি সভায় জানানো হয়েছে সারা দেশে বোরো ধান সংগ্রহ অভিযান এখন থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

টিএইচ