সুনামগঞ্জের তাহিরপুরে ঝড়ের কবলে পড়ে মাটিয়ান হাওরে নৌকা ডুবে দুই যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকরা হলেন- উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত. আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪০) এবং একই গ্রামের মৃত. মশ্রব আলীর ছেলে শাহ আলম (৪১)।
নিখোঁজ আবুল ফয়েজের ভাতিজা আরিফুজ্জামান আরিফ জানান, গত রোববার সন্ধ্যায় তাহিরপুর সদর বাজার থেকে ইঞ্জিনবাহী একটি ছোট কাঁঠবডি নৌকা দিয়ে নিখোঁজ দুই যুবক বাড়িতে ফিরছিলেন।
এসময় হাওরে হঠাৎ চারদিক অন্ধকার করে ঝড় শুরু হয় এবং মাটিয়ান হাওরে বড় বড় ঢেউ উঠে। ঝড়ের সময় তাদের মোবাইল ফোন সচল ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকেই তাদের আর সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবারের লোকজন ধারণা করছেন, মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে তারা নিখোঁজ হয়েছেন। ঝড় কিছুটা কমার পর বৈরী আবহাওয়ার মধ্যেই পরিবারের লোকজন হাওরে খোঁজাখুজি করেছেন। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, পরিবার থেকে জানানো হয়েছে দুইজন ঝড়ের কবলে পড়ে হাওরে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন। বিশাল হাওরে বৃষ্টি ও বড় বড় ঢেউ থাকায় এখন উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না। টেউ কিছুটা কমলে উদ্ধার অভিযান চালানো হবে।
টিএইচ