বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তাড়াইল থানায় নতুন ওসির যোগদান

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

তাড়াইল থানায় নতুন ওসির যোগদান

কিশোরগঞ্জের তাড়াইল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করছেন মুহাম্মদ মনসুর আলী আরিফ। জানা গেছে, কিশোরগঞ্জ জেলার নিকলী থানার ওসি হিসেবে কর্মরত থাকার পর কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইনে সংযুক্ত হন তিনি। 

জেলা পুলিশ লাইন থেকে গত শুক্রবার রাতে তাড়াইল থানায় ওসি হিসাবে মুহাম্মদ মনসুর আলী আরিফ চার্জ গ্রহণ করেন। শনিবার (২৬ আগস্ট) প্রথম কার্যদিবসেই তিনি তাড়াইল থানায় ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করেন। 

তাড়াইল থানার নতুন ওসি মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, আমি তাড়াইল থানায় নতুন যোগদান করেছি। যতদিন ওই দায়িত্বে থাকবো ততদিন সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ্।

তিনি মিশন বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

টিএইচ