রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

তাড়াইলে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

তাড়াইলে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

কিশোরগঞ্জের তাড়াইল ইউএনও আল মামুনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম। বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে ইউএনও বীর মুক্তিযোদ্ধার সন্তান আল মামুনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বিদায়ী ইউএনও আল মামুন।

বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, উপজেলার দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক প্রমুখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধারা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে অতিথি ও বীর মুক্তিযোদ্ধারা বিদায়ী ইউএনওর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বিদায়ী ইউএনও আল মামুন বলেন, আমি ফরিদপুর জেলার সদরপুর ইউএনও হিসেবে যোগদান করব। আর্থিক ক্ষমতাসহ তাড়াইল ইউএনওর দায়িত্ব পালন করবেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান।

টিএইচ