সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

তাড়াইলে ইফান হত্যামামলার আসামি রাজশাহী থেকে আটক

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

তাড়াইলে ইফান হত্যামামলার আসামি রাজশাহী থেকে আটক

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে নাজমুল হুদা ওরফে ইফান হত্যামামলার প্রধান  আসামি মো. ইমন মিয়াকে (২২) আটক করেছে রাজশাহী র্যাব-৫ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

জানা গেছে, শুক্রবার (১৪ জুলাই) রাতে রাজশাহী সদর থেকে র্যাব-৫, সিপিএসপি কোম্পানি রাজশাহী সদস্যরা নাজমুল হুদা ইফান হত্যার প্রধান (এক নাম্বার) আসামি ইমনকে রাজশাহীর বাসা থেকে গ্রেপ্তার করে। 

পরে র্যাব-৫, রাজশাহী ইমনকে কিশোরগঞ্জ গোয়েন্দা শাখার হত্যামামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। আটকের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন মিয়া (২২) ইফান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

উল্লেখ্য, ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে ২০২১ সালের ২৬ জুলাই  তাড়াইল উপজেলার তালজাঙ্গা  ইউনিয়নের ঘোষপাড়া মোড় এলাকায় ইফানকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

এতে ঘটনাস্থলেই ইফানের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ইফানের বাবা মো. জামাল বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে তাড়াইল থানায় হত্যামামলা করেন।

টিএইচ