সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

তাড়াইলে পরিদর্শনে এসে ক্লাশ নিলেন এমপি চুন্নু

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

তাড়াইলে পরিদর্শনে এসে ক্লাশ নিলেন এমপি চুন্নু

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস নিয়েছেন কিশোরগঞ্জ -৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের এমপি ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো.মুজিবুল হক চুন্নু।

জানা গেছে, বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ৬৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. মুজিবুল হক চুন্নু।

ওই অনুষ্ঠানস্থল থেকে দুপুর ১২ টা ৪৫ মিনিটের দিকে ফেরার পথে হঠাৎ গাড়ি থামিয়ে বানাইল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। তখন স্কুলের শ্রেণি শিক্ষক ৬ষ্ঠ শ্রেণির ক্লাসরুমে ইসলাম শিক্ষা ক্লাস নিচ্ছিলেন। এমপি মুজিবুল হক চুন্নু ক্লাসে ঢুকে ইসলাম শিক্ষা বইয়ের পাঠদান শুরু করেন।

অপরদিকে ৭ম শ্রেণির ক্লাসরুমে চলছিল ইতিহাসের ক্লাস ওই ক্লাসেও ঢুকে তিনি শিক্ষার্থীদেরকে ইতিহাসের উপর প্রশ্ন করে, তিনি জিজ্ঞেস করেন আমরা কার ডাকে মহান মুক্তিযোদ্ধে অংশ গ্রহণ করেছিলাম তখন উপস্থিত শিক্ষার্থীরা উত্তরে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেছিল।

ইতিহাস ও  ইসলামের উপর বিভিন্ন প্রশ্ন করলে উপস্থিত ছাত্রছাত্রীরা বেশ কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর দিলে এমপি খুশি হয়ে ওই ক্লাসের শিক্ষার্থীদেরকে কিছু নগদ অর্থ প্রদান করেন মিষ্টি খাওয়ার জন্য। পরে তিনি বানাইল উচ্চ বিদ্যালয় ঘুরে সার্বিক উন্নয়নমূলক কাজের খোঁজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. আমিরুল ইসলাম খান বাবলু, তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকী, তাড়াইল থানার ওসি মো. রফিকুল ইসলাম প্রমুখ।

টিএইচ