বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তাড়াইলে রাতের আঁধারে ঘরের সিঁধ কেটে নবজাতক চুরি

কিশোরগঞ্জ প্রতিনিধি

তাড়াইলে রাতের আঁধারে ঘরের সিঁধ কেটে নবজাতক চুরি

কিশোরগঞ্জের তাড়াইলে রাতের আঁধারে ঘরের সিঁধ কেটে তিন মাস বয়সী নবজাতক শিশু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১০ জুন) ভোরে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়ার তিন মাস বয়সী নবজাতক শিশু জুনায়েদের বাবার বাড়ি চট্টগ্রামে। শিশু জুনায়েদকে নিয়ে তার মা বাবার বাড়িতে থাকতেন।

জানা গেছে শিশু জুনায়েদ রাতে মায়ের সঙ্গে বসত ঘরে ঘুমিয়ে ছিল। সোমবার (১০ জুন) ভোরে ঘরের পিছনে সিঁধ কেটে শিশু জুনায়েদকে কে বা কারা নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে তাড়াইল থানা পুলিশের একাধিক দল শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে বলে জানা যায়। 

শিশু জুনায়েদের মা সানজিদা জানান, রাতে খাবারের পর শিশু জুনায়েদকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে জুনায়েদের কান্নায় ঘুম ভেঙে গেলে নিজ বাচ্চাকে খাবার খাইয়ে আবার ঘুমিয়ে পড়েন। ফজরের আযানের সময় সানজিদার ঘুম ভেঙে দেখতে পান তার পাশে থাকা শিশু জুনায়েদ নেই। তিনি ওঠে দেখেন ঘরের দরজা খোলা এবং ঘরের পিছন দিকে সিঁধ কাটা। সানজিদা খাতুন শিশুপুত্র জুনায়েদকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।

তাড়াইল থানার ওসি মো. মনসুর আলী আরিফ জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। তাড়াইল থানার একাধিক দল শিশু জুনায়েদকে উদ্ধার করার জন্য কাজ করছে। 

টিএইচ