কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব মুহূর্তে প্রধান অতিথির বক্তব্য দেন, কুমিল্লা জেলা কর্মপরিষদ সদস্য ও দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মো. মনিরুজ্জামান বাহলুল। বিশেষ অতিথির বক্তব্য দেন, কুমিল্লা জেলা কর্মপরিষদ সদস্য ও তিতাস উপজেলা জামায়াতে আমির ইঞ্জি. মো.শামীম সরকার বিজ্ঞ, সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন সরকার, সহ-সেক্রেটারি মোহাম্মদ শাহাদাৎ হোসাইন, ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক মো. পারভেজ হোসেন রানা, মাওলানা আক্তার হোসেন, তিতাস উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোশাররফ হোসেন মুন্সি প্রমুখ।
ভিটিকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মো. আলাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং নারান্দিয়া কলিমিয় উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. শমসের আলীর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সেক্রেটারি মো. নূর আলম সরকারসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতে ইসলামীর নেতারা।
টিএইচ