কুমিল্লার তিতাসের সাতানী ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার কালির বাজারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে এমপি পদ-প্রার্থী, দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মো. মনিরুজ্জামান বাহলুল।
উপজেলার সাতানী ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো. ওমর ফারুকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সালাহউদ্দিন সরকার, উপজেলা আইবিডব্লিও, এফ সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা তফাজ্জল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোশাররফ হোসেন মুন্সি, জগতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. জাকারিয়া, হেফাজতে ইসলাম বাংলাদেশ সাতানী ইউনিয়নের সভাপতি হজরত মাওলানা মুফতি আশিকুর রহমান, কালাইগোবিন্দপুর শেখ বদিউজ্জামান (রাহ.) মহিলা দাখিল মাদ্রাসাসহ সুপার মাওলানা মো. আবু ইউসুফ, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. ইব্রাহিম মিয়া প্রমুখ।
টিএইচ