রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

তিতাসে বন্যার পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

তিতাসে বন্যার পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত

কুমিল্লার তিতাসে বন্যার পানিতে ডুবে আয়েশা আক্তার (১০) ও সামিয়া আক্তার (১০) নামে মাদ্রাসা পড়ুয়া আপন দুই চাচাতো বোন নিহত হয়েছে। 

ঘটনাটি ঘটেছে রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বাঘাইরামপুর গ্রামে। নিহত দুই শিক্ষার্থী নয়াকান্দি খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। নিহিত সামিহা বাঘাইরামপুর গ্রামের মুক্তার হোসেনের মেয়ে ও নিহত আয়েশা মনির হোসেনের মেয়ে।

খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা অভিযান চালায়। দীর্ঘ সময় পর দুপুর সাড়ে ১২টার দিকে সামিহা ও ১টার দিকে আয়েশাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাহিদ আহমেদ তাদের মৃত ঘোষণা করেন। 

জানা যায়, মাদ্রাসা থেকে ফেরার পথে রাস্তার ওপর দিয়ে বয়ে চলা বন্যার পানির স্রোতে খাদে পরে ভেসে যায় দুই বোন।

টিএইচ