সোমবার, ১০ মার্চ, ২০২৫
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুজন আটক

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুজন আটক

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে দেশি পাইপগান, কার্তুজ, লোহার পাইপ, রামদা, খুন্তি, চাইনিজ কুড়াল, কেচিসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে।

তিতাস থানার এসআই মিনহাজুল ইসলাম জানান, গত শনিবার রাতে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে রোববার (০৯ মার্চ) কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন, উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুস সামাদ মোল্লার ছেলে আনু মিয়া ও সফিক মিয়ার ছেলে রায়হান।

তিতাস থানার ওসি মামুনুর রশীদ বলেন, আনু মিয়া দেশি অস্ত্র তৈরি করে সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ