বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Post

তিতাসের সাতানী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

তিতাসের সাতানী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল

কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার সাতানী ইউনিয়নের পুরান বাতাকান্দিতে সাতানী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওসমান গনি ভূঁইয়া।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন ও উপজেলা যুবদলের সদস্য মো. রোকন উদ্দিন মাহমুদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আলী হোসেন মোল্লা, যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম সরকার, কাজী কবির হোসেন সেন্টু, মুন্সি আমিরুল ইসলাম মানিক, ডা. গোলাম মহিউদ্দিন জিলানী ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা মহিলা দলের সভাপতি মোসামৎ রুবি ইসলাম, হাজী আবদুস সালাম মোল্লা মেম্বার, আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফারুক হোসেন ভূঁইয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান সওদাগর, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা জাসাসের আহ্বায়ক সামির হোসেন প্রমুখ।

অনুষ্ঠিত সাতানী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান হিরা, সাতানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম টুলু, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, সাতানী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডি এম রাসেল মেম্বার, রুবেল মিয়া, আক্তার মিয়া, মাঈনুল সিকদার।

টিএইচ