বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তিন জেলায় সড়কে ঝরল আট প্রাণ

নিজস্ব প্রতিবেদক

তিন জেলায় সড়কে ঝরল আট প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাজীপুরে চারজন, যশোরের অভয়নগরে দুজন, পঞ্চগড়ে একজন, যশোরের চৌগাছায় এক নারী নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

গাজীপুর : গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। গত বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দুলাল মিয়া, মো. মামুন ও সালেহা আক্তার। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত মামুন বাসন থানার নজরুল ইসলামের ছেলে এবং সালেহা আক্তার চান্দনা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি সামনের আরেকটি কাভার্ডভ্যানের পিছনে লেগে দুই গাড়ির চাপায় পড়ে। এতে অটোরিকশায় থাকা যাত্রী মো. দুলাল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। অন্য তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অন্য তিনজনের মৃত্যু হয়। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শেখ ফাহাদ বলেন, রাত ১১টার দিকে একজন এবং ১২টার দিকে আরও দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং এবং একজন নারী। তাদের মৃত অবস্থায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি রাহেদুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে বাড়ির সামনে বেপররোয়া ট্রাক চাপায় মোটরসাইকেল চালক ও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। গত বুধবার রাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামে ফকিরবাগান এলাকায় নড়াইল-নওয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেলচালক মহসিন মল্লিক শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের দাউদ মল্লিকের ছেলে। অপর নিহত ব্যবসায়ী ইসমাইল বিশ্বাস একই ইউনিয়নের পুড়াখালী গ্রামের ফকিরবাগান এলাকার ইব্রাহিম বিশ্বাসের ছেলে। তার পুড়াখালী বাজারে একটি হার্ডওয়ারের দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধবার রাতে পুড়াখালী বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মহসিন মল্লিক। বাড়ির সামনে পৌঁছালে নড়াইলগামী দ্রতগামী একটি খালি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক ও আরোহী মারা যান। পরে উত্তেজিত জনতা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির বলেন, ঘটনাস্থলে পৌঁছে সড়কে পড়ে থাকা দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম বলেন, নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন ব্যবসায়ী ও আরেকজন মোটরসাইকেল চালক। আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। জনতার হাতে আটক ট্রাক চালকের নাম পরিচয় তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
        
পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলায় রাস্তায় হাঁটার সময় দ্রুতগামী এক মোটরসাইকেলের ধাক্কায় কালু মিঞা নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মারা যান তিনি। এর আগে, গত মঙ্গলবার পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল এলাকায় তার নিজ বাড়ির সামনে বসুনিয়াপাড়া-জগদল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু মিঞা একই ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের বাসিন্দা।

চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায়  রনজু বেগম নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় পুটিয়ার রহমান পুটে নামে একজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলার চাঁদপাড়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রনজু বেগম উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের দক্ষিণ পাড়ার আব্দুল মতিন মিয়ার স্ত্রী। নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, ঘটনার দিন নিহত রনজু বেগম যশোর থেকে চাঁদপাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। তিনি চৌগাছা থেকে তার বড় ভাই পুটিয়ার রহমান পুটের ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। তারা চৌগাছা-মহেশপুর সড়কের চাঁদপাড়া বাজার নামক স্থানে পৌঁছালে একটি ওষুধ কোম্পানির গাড়ি তাদের পিছন থেকে স্বজরে ধাক্কা মারে। এ সময় রনজু বেগম ভ্যান থেকে পিচ রাস্তার উপর পড়ে মারাত্মক আহত হন। এ ঘটনায় ভ্যানের চালক নিহত রনজু বেগমের বড় ভাই (স্বামীর বড় ভাই)  পুটিয়ার রহমান পুটেও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখান থেকে আহত রনজু বেগমকে যশোর রেফার করা হয়। যশোরে তার অবস্থার অবনতি হলে খুলনায় রেফার করা হয়। খুলনায় নেয়ার পথে রনজু বেগম মৃত্যু হয়। চৌগাছা থানার ওসি পায়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টিএইচ