সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

তিন জেলায় সড়কে ঝরল দুই ভাইসহ নয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

তিন জেলায় সড়কে ঝরল দুই ভাইসহ নয় প্রাণ

তিস জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় দুই ভাইসহ চারজন, রাজবাড়ীতে তিনজন ও বরিশালের গৌরনদীতে দুজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

নীলফামারী : নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) জেলার সৈয়দপুরের ওয়াপদা মোড়ের নয়া বাজার ও কিশোরগঞ্জের রণচণ্ডী ইউনিয়নের জলঢাকা-রংপুর সড়কের অবিলের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি জানান সৈয়দপুর থানা পুলিশের ওসি শাহা আলম ও কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মণ্ডল। নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার ইপিজেড মোড় এলাকার ইলিয়াস আলীর ছেলে সুমন (২৭) ও তার ছোট ভাই সিয়াম (২২)। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

রাজবাড়ী : রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আলাদীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ট্রাকের হেলপার সাকিব, আরেকজন বিএম নাজিম উদ্দিন। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
আর আহতরা হলেন, রাজবাড়ী সদর শ্রীপুর মুন্সিপাড়া আহেজ ব্যাপারীর ছেলে রাজু, কল্যাণপুরের বেলায়েত হোসেনের স্ত্রী ফিরোজা বেগম ও কুষ্টিয়া আমলার মোহদিয়ার দাখিল উদ্দিনের ছেলে আব্দুস সালাম। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজবাড়ীমুখী একটি সিমেন্ট বোঝাই ট্রাক আলাদীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে আসে। এসময় বিপরীত দিকে থেকে ফরিদপুরগামী আমানত শাহ নামে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমরে মুচরে বাসের সামনের অংশ এবং সড়কে পাশের খালে উল্টে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় আহত অবস্থায় স্থানীয়রা ট্রাকের হেলপারসহ ছয়জনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলপার সাকিবের মৃত্যু হয়। আর আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বিএম নাজিমউদ্দিনকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যায় নাজিমউদ্দিন। দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন আহলাদীপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ।

গৌরনদী (বরিশাল) : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে শুক্রবার (২ আগস্ট) ভোরে একটি পিকআপ ও একটি কভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে পিকআপ চালকসহ দুজন নিহত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় পিকআপের এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানাগেছে, শুক্রবার (২ আগস্ট) ভোরে গৌরনদী বাসস্ট্যান্ডের বটতলা এলাকায় মোটরযান দুটির মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক মাহিন ও পিকআপের ভেতরে থাকা যাত্রী আলেক হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় পিকআপের ভেতরে থাকা অপর যাত্রী নিহত আলেক হাওলাদারের স্ত্রী আসমা গুরুতর আহত হন। নিহত পিকআপ চালক মাহিনের বাড়ি চাদপুর জেলা সদরে এবং পিকআপের যাত্রী নিহত আলেক হাওলাদারের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, পিকআপটি নিহত আলেক হাওলাদার ও তার স্ত্রী আসমাকেসহ তাদের পরিবারে মালামাল নিয়ে রাজধানী ঢাকার রামপুরা থেকে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুদল ইউনিয়নের কবিরাজ গ্রামে যাচ্ছিল। আর কভার্ডভ্যানটি বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গৌরনদী বাসস্ট্যান্ডে মোটরযান দুটি মুখোমুখী সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর চালক পলিয়ে যায়। পুলিশ হতাহতদের উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়। দুর্ঘটনাকবলিত ওই মোটরযান দুটিকে আটক করা হয়েছে।

টিএইচ