শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

তিন বছর পর শপথ নিলেন কাউন্সিলর

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

তিন বছর পর শপথ নিলেন কাউন্সিলর

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর এসএম আলী আহাম্মদ  নির্বাচনের প্রায় সাড়ে তিন বছর পর শপথ নিয়েছেন। সোমবার (২৪ জুন) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া তাকে শপথবাক্য পাঠ করান।

বিভাগীয় কমিশনার উন্মে সালমা তানজিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশন থেকে চিঠি পেয়েছি। শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

জানা গেছে, ২০২১ সালের ৩০ জানুয়ারি গৌরীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এসএম আলী আহাম্মদ। ভোটগ্রহণ শেষে প্রতিদ্বন্দ্বীপ্রার্থী উটপাখি প্রতীকের মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়াকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিকে ফল প্রত্যাখান করে আইনের আশ্রয় নিয়ে আদালতের দ্বারস্থ হন আলী আহাম্মদ। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত পুনরায় ভোটগণনার নির্দেশ দেন। এতে দেখা যায় ডালিম প্রতীক ৬০৪ ভোট ও উটপাখি প্রতীক ৫৩৯ ভোট পায়। গত বছর ২৯ অক্টোবর নিম্ন আদালত পূর্বঘোষিত ফলাফল বাতিল করে ডালিম প্রতীকের প্রার্থী আলী আহাম্মদকে বিজয়ী ঘোষণা করেন।

এরপর নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন উটপাখি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়া। আপিলের পর উচ্চ আদালত গত ২৫ জানুয়ারি নিম্ন আদালতের রায়ের ওপর ৮ সপ্তাহ স্থগিতাদেশ দেন।

এরপর আবারও আইনি লড়াই শুরু হয়। গত ৩ মার্চ উচ্চ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনাল আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন।

গত ১৬ এপ্রিল আলী আহাম্মদকে বিজয়ী ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। গত ১৯ এপ্রিল নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে চিঠি দিয়।

এসএম আলী আহাম্মদ বলেন, ‘ভোটারদেরপ্রতি আমার আস্থা ছিল। পাশাপাশি আমি সবসময় আইনেরপ্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আমার সঙ্গে যে অন্যায় হয়েছিল তার জন্য ন্যায়বিচার পেতে আইনের দ্বারস্থ হয়েছিলাম। আইনি লড়াই শেষে বিজয়ী হয়ে কাউন্সিলর হিসেবে শপথ নিয়েছি। এটি সত্যের জয়।

টিএইচ