সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

তিনটিলা বনবিহারে ধর্মীয় পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি

তিনটিলা বনবিহারে ধর্মীয় পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে ঐতিহ্যবাহী তিনটিলা বনবিহারে ১২তম মহাসংঘদান, কল্পতরু দান, অষ্টবিংশতি বুদ্ধ পূজা, ধর্মস্কন্ধ পূজা, অষ্টপরিষ্কার দান, স্থবির বরণ, ভিক্ষু সংঘের নিত্য ব্যবহার্য উপকরণ দান, চুরাশিতি সহস্র প্রদীপ দান ও প্রজ্জ্বলনসহ নানাবিধ কুশলপুণ্য যজ্ঞের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩ মার্চ) সকালে বিহার প্রাঙ্গণে তিনটিলা বনবিহারের সব উপাসক-উপাসিকা ও দায়ক-দায়িকার আয়োজনে দেব মনুষ্য তথা সব প্রাণীর হিতসুখ ও মঙ্গলার্থে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও উন্নতির লক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও ঐতিহ্যবাহী তিনটিলা বন বিহার লংগদুতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদুর বামে আটারকছড়া প্রশান্তি অরণ্য কুঠির অধ্যক্ষ শুভপ্রিয় স্থবির, খাগড়াছড়ির গরগচ্ছাছড়ি ক্ষান্তিপুর অরণ্য কুঠিরের অধ্যক্ষ আর্যবোধি মহাস্থবির, রাঙামাটির সুবলং শ্রাবদ্ভি বনবিহারের অধ্যক্ষ সংঘসার মহাস্থবির প্রমুখ। এ ছাড়াও তিনটিলা বনবিহারের সব উপাসক-উপাসিকা ও দায়ক-দায়িকারাসহ বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

টিএইচ