নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে নিখোঁজের দুদিন পর নদীর পাড় থেকে মাসুদ ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি তিস্তা নদীর পাঁচশ গজ দূরে ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
নিহত মাসুদ ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও পূর্ব খড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। বিষয়টি জানিয়েছেন টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন।
জানা যায়, গত মঙ্গলবার বন্ধুদের সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে যায় সে। এক পর্যায়ে নদীতে তলিয়ে যায় মাসুদ। এরপর অনেক খোঁজাখুজির পড়েও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে ৫শ গজ দূরে ভাটিতে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
টিএইচ