বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রডের আঘাতে একজনের মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রডের আঘাতে একজনের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামের মধ্যপাড়ায় দুর্বৃত্তদের রডের আঘাতে সিরাজুল ইসলাম মোল্যা (৫০) নিহত হয়েছেন। গত সোমবার রাতে রায়গ্রাম জোড় বাংলা মন্দিরের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম রায়গ্রাম মধ্যপাড়ার মোকাদ্দেস মোল্যার ছেলে। পেশায় তিনি একজন দিন মজুর ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় সিরাজুল ইসলামের ছেলে মহব্বত মোবাইল ফোনে টাকা রিচার্জের জন্য স্থানীয় আলীগঞ্জ বাজার যায়। সেখান থেকে ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশি গফফার মোল্যার ছেলে শান্তর সঙ্গে মহব্বতের বাকবিতণ্ডা হয়। 

মহব্বত বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা সিরাজুল মোল্যা প্রতিবেশি শান্তকে ডেকে বাকবিতণ্ডার বিষয়ে জানতে চান। এ সময় শান্ত মহব্বতের বাবা সিরাজুল ইসলামের সাথে ফের বাকবিতণ্ডায় জড়ায়। 

এক পর্যায়ে শান্ত রাগান্বিত হয়ে সিরাজুলের বাড়ি থেকে বের হয়ে মন্দিরের সামনে থাকা তার সহযোগীদের ডাক দেন। শান্তর ডাকে মন্দিরের সামনে থাকা শান্তর সহযোগী তনু, সবুজ, রমজান, কুরবান, জিম, মিম, শিমুল, সেলিমসহ ১২/১৩ জনের একদল দুর্বৃত্ত লোহার রড, হাতুড়ি ও হকিস্টিক দিয়ে সিরাজুলের ওপর হামলা চালায়। 

হামলায় গুরুতর আহত সিরাজুলকে এলাকাবাসী উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

টিএইচ