পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার (৩০ ডিসেম্বর) ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান বলেন, চলতি মাস শুরুর দিকে তিন সপ্তাহ জুড়েই পঞ্চগড়ের উপর দিয়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পর মাসের শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহ কেটে গেছে এবং গত ২৬ ডিসেম্বর থেকে এ অঞ্চলের তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করেছে।
কিন্তু সপ্তাহের শেষ দু’দিনে দিনে সূর্যের আলোর প্রখরতা থাকলেও বিকেলে হিমেল বাতাসের সংগে কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশায় রাতে পথ-ঘাট ঢেকে যাচ্ছে।
শীতের তীব্রতা বাড়ায় সন্ধ্যা ঘনিয়ে আসার আগে লোকজন বাড়ি ফেরায় হাট-বাজার অনেকটা জনশূণ্যে পরিণত হচ্ছে। তবে ২০২৪ সালের জানুয়ারী মাসের শুরুর দিকে আরেক দফা মৃদ্যু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
টিএইচ