সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

‘ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে’

সিলেট ব্যুরো

‘ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে’

জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি, সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিলনা, তখন যারা নির্যাতন ও কষ্ট সহ্য করেছে, ১৭ বছর বুকে পাথর বেঁধে যারা দল করেছে, সেই সব ত্যাগী নেতাকর্মীদের দলে মূল্যায়ন করতে হবে। 

তবেই তৃণমূল পর্যায়ে দল সুসংগঠিত হবে। তিনি আরও বলেন, বিএনপি খেটে খাওয়া মানুষের দল, এ দলে সুযোগ সন্ধানীদের কোনো স্থান নেই। যারা দলের জন্য নিবেদিত, তারাই  দলীয়ভাবে পদ-পদবিতে স্থান পাবেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করা হবে। 

তিনি রোববার (২২ ডিসেম্বর) জিয়া মঞ্চ সিলেট বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. সাহেদ আহমদের সভাপতিত্বে ও মহানগর জিয়া মঞ্চের সদস্য সচিব সৈয়দ রাজন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সুলতান মোহাম্মদ সবুজ, মৌলভীবাজার জেলার আহ্বায়ক ইলিয়াস কবির শাহীন, সুনামগঞ্জ জেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, সিলেট জেলার সদস্য সচিব মো. মস্তাক আহমদ প্রমুখ।

টিএইচ