সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ত্রিশাল জনসমাগম স্থানে টেলিভিশন চালানো বন্ধে ওসির নির্দেশ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  

ত্রিশাল জনসমাগম স্থানে টেলিভিশন চালানো বন্ধে ওসির নির্দেশ

চাস্টল থেকে টেলিভিশন অপসারণের উদ্যোগ গ্রহণ করায় সকলে ওসি মো. মাইন উদ্দিনের প্রশংসা করছেন। গত শুক্রবার ত্রিশাল থানার অফিশিয়াল ফেসবুকে একটি স্ট্যাটাস দেন উপজেলার সকল মুদির দোকান, চা স্টল অন্য জনসমাগম স্থানে টেলিভিশন চালানো যাবে না। 

ব্যবসায়ীদেরকে দুই দিনের মধ্যে তাদের দোকান থেকে টেলিভিশন সরানোর তাগিদ দেয়া হয়। পাশাপাশি  দোকানিদেরকে প্রাথমিকভাবে সচেতন করার জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ছুটে যান ওসি মাইন উদ্দিন। এরপর বিষয়টি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। 
 
ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, চা স্টলে এলাকার জনসাধারণ আড্ডা দেওয়ার কারনে তাদের পরিবারে নেমে এসেছে ঝগড়া অশান্তি। যুবকরাও বিপথগামী হচ্ছে, ঠিকমত লেখাপড়া করেনা। এইসকল স্পটগুলোতে টেলিভিশন দেখার ছলে চলে জুয়া খেলা।

তিনি বলেন, যারা আইন অমান্য করে ওইসব ব্যবসা প্রতিষ্ঠানে টেলিভিশন চালু রাখবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ