ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বাজেট পেশ করেন ত্রিশাল পৌরমেয়র আলহাজ আমিনুল ইসলাম।
বুধবার (২৬ জুন) পৌর সম্মেলন কক্ষে প্রস্তাবিত বাজেটে ৭৮ কোটি ১০ লাখ ৮১ হাজার ৭২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৭ কোটি ৬০ লাখ ৮১ হাজার ৭২৬ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৭০ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩৪ লাখ ৯০ হাজার এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৫০ লাখ টাকা।
বাজেট অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদের পরিচালনায় প্রস্তাবিত বাজেট পাঠ করেন পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা কফিল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবীর, প্যানেল মেয়র মানিক ছাইফুল, প্যানেল মেয়র ফাতেমা আক্তার, কাউন্সিলর আজহারুল ইসলাম, কাউন্সিলর ওসমান গনি কুসুম, কাউন্সিলর আনিছুজ্জামান বাবুল, কাউন্সিলর খালেদ মাহমুদ সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
টিএইচ