সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ত্রিশালে চুরির গরুসহ আটক ৪

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশালে চুরির গরুসহ আটক ৪

ময়মনসিংহের ত্রিশালে বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালী নতুনচর গ্রামের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি মনিরকে চুরি করা গরু ও তিন সহযোগীসহ আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। 

ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে চরমাদাখালী নতুনচর গ্রামের পলাতক আসামি আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে মনিরসহ একটি গরু ও তিন সহযোগীকে আটক করা হয়। 

আটককৃতরা হলো— কুখ্যাত সন্ত্রাসী মনির হোসেন তার সহযোগী এনামুল হক, রুবেল মিয়া, শহিদ মিয়া। তাদের গরু চুরির মাললা দিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে। এ মামলায় ছয়জনের নামসহ অজ্ঞাত ৪-৫ কে আসামি করা হয়েছে।

স্থানীয়রা জানান, মনির এলাকার কুখ্যাত সন্ত্রাসী। সে জমি দখলসহ দিনদুপুরে মানুষের জিনিসপত্র চুরি করে। সে মাদকের ব্যবসা করে যুবসমাজ নষ্ট করছে। কেউ প্রতিবাদ করলে তার বাহিনী দিয়ে তার ওপর অত্যাচার চালায়। তার অত্যাচারে আমরা গ্রামবাসী অতিষ্ঠ। মনির বাহিনীর কারণে আমরা সবসময় আতঙ্কে থাকি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন বলেন, মনির হোসেন একাধিক মামলার আসামি। মনিরসহ বেশ কয়েকজন গরু চুরির সাথে সক্রিয়ভাবে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে চরমাদাখালী নতুনচর থেকে মনিরসহ চারজনকে আটক করা হয়। পলাতক আসামিদের আটকের তৎপরতা অব্যাহত রয়েছে।

টিএইচ