শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

‘দক্ষতা উন্নয়ন কোর্সটি পুলিশের পেশাগত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

রাঙ্গামাটি প্রতিনিধি

‘দক্ষতা উন্নয়ন কোর্সটি পুলিশের পেশাগত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) বলেছেন দক্ষতা উন্নয়ন কোর্স পুলিশ সদস্যদের পেশাগত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শনিবার (২৬ আগস্ট) রাঙ্গামাটি জেলার নিউ পুলিশ লাইন্স কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা পুলিশের ১২তম ব্যাচের এক সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন পুলিশ সুপার।

তিনি বলেন, এই বাস্তব প্রশিক্ষণ পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে। যার মাধ্যমে পুলিশ সদস্যরা যেকোন প্রতিকূল পরিবেশে নিজেদের মানিয়ে নিয়ে নিখুঁতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে। এজন্য পুলিশের সদস্যদের বছরে অন্তত একবার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

পুলিশ সুপার আরও বলেন, দক্ষতা উন্নয়ন কোর্সের মূল উদ্দেশ্য পুলিশ সদস্যদের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানোসহ পুলিশ বাহিনীর শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়ন ঘটানো।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ  প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

টিএইচ