বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দক্ষিণ আইচায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

দক্ষিণ আইচায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ভোলা জেলার দক্ষিণ আইচায় ডাকাতি মামলার ২২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবুলকে (৩৭) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ। 

থানা সূত্রে জানা যায়, দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. সাঈদ আহমেদের সার্বিক তত্ত্বাবধায়নে ঢালচর ফাঁড়ির ইনচার্জ এসআই আশফাক, দক্ষিণ আইচা থানার এ এস আই সাইফুল ইসলাম ও কনস্টেবল মো. মীর শওকত, মো. লিনকনসহ সঙ্গীয় ফোর্স গত মঙ্গলবার রাতে দক্ষিণ আইচা থানাধীন বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড কালকিনির চর এলাকায় অভিযান চালিয়ে একটি ঝুপড়ি ঘর থেকে মো. আমিন বেপারীর ছেলে ডাকাতি মামলার ২২ বছরের সাজাপ্রাপ্ত ১২ বছর পলাতক থাকার পর মো. বাবুলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। 

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার ওসি মো. সাঈদ আহমেদ জানান, আসামি বাবুল দীর্ঘদিন পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

টিএইচ