সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে ফেনীর যুবক নিহত

ফেনী প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে ফেনীর যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. এমরাজ হোসেন সুমন নামে ফেনীর এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১১ টার দিকে তাকে ছুরিকাঘাত করে ওই দেশীয় সন্ত্রাসীরা। 

নিহত মো. এমরাজ হোসেন সুমন ফেনীর দাগনভূঞা পৌরসভার জগতপুর এলাকার আবুল খায়েরের ছেলে। নিহতের স্বজনরা জানান, ১০ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় যায় এমরাজ হোসেন। 

শুক্রবার (২৯ মার্চ) তার দোকানে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে এক সন্ত্রাসী দক্ষিণ আফ্রিকার বেস্ট এরিয়ার ফালগুজ এলাকায় তার নিজ দোকানের সামনেই তাকে অতর্কিত ছুরিকাঘাত করে। 

এরপর গুরুতর আহত অবস্থায় এমরাজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। নিহত সুমন সেখানে স্টেশনারি ও মুদি দোকান করতো। 

টিএইচ