বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দক্ষিণভাগ ইউনিয়ন উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

দক্ষিণভাগ ইউনিয়ন উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়  বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অংশগ্রহণ করায় দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। 

এ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আজ বৃহস্পতিবার ৪ জুলাই। 

মনোনয়নপত্র বাছাই কাল ৫ জুলাই, আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ২৭ জুলাই অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। 
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছেন। 

তারা হলেন- মো. ইকবাল হোসেন, মাছুম আহমদ হাসান, নুরুল ইসলাম, আব্দস ছামাদ ও যুক্তরাজ্য প্রবাসী ইমরান আহমদ।

টিএইচ