কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. বিলকিস আক্তার শিরিন বলেছেন প্রতিশোধ, হিংসা, লুঠতরাজ ভাংচুরের মত কাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়েক তারেক রহমানের দল বিএনপি এসব নোংরা কাজ বিশ্বাস করে না।
আর তাই যারা এ দলকে ভালবেসে নির্যাতন, হয়রানিসহ বহু মামলার শিকার হয়েছেন তারপরেও দলের ভাবমূর্তি ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ রেখে কাজ করবেন। কেউ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করবেন না।
আপনারা ইতোমধ্যে শুনেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে সকলকে শান্ত থেকে এলাকাভিত্তিক সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও রক্ষা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার (৬ আগস্ট) সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি পুড়ে দেয়া দলীয় কার্যলয়ের সম্মুখে দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃষ্টির মধ্যে শত শত দলীয় কর্মীদের উপস্থিতিতে তিনি একথা বলেন।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খানের সভাপতিত্বে এখানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি সদস্য সচিব কারামুক্ত জিয়া উদ্দিন সিকদার, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিন প্রমুখ।
এর পূর্বে কয়েকশত নেতাকর্মী মোটরসাইকেল মহড়া দিয়ে দলীয় কার্যলয় সম্মুখে আসেন সাবেক মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবীর জাহিদ, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি অ্যাড. তছলিম উদিনসহ জেলা যুবদল নেতারা।
এছাড়া নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে সকাল থেকে বিএনপি, শ্রমিকদল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা জাতীয় পতাকা বহন করে ও লাল নিশানা কপাল মুড়িয়ে শান্তি সমাবেশে অংশগ্রহণ করে।
টিএইচ