বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দাকোপে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পুনরুদ্ধারে অবহিতকরণ সভা

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পুনরুদ্ধারে অবহিতকরণ সভা

দাকোপের বানিশান্তা ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তা ও পুনরুদ্ধারের জন্য উপজেলা পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

কারিতাসের আয়োজনে এবং কারিতাস ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগীতায় মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বিশেষ অতিথির বক্তৃতা দেন উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আকতার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শামীমুর রহমান, বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়, দাকোপ প্রেস ক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা মেহেদী হাসান। 

অন্যদের মধ্যে বক্তৃতা  দেন কারিতাস খুলনা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা সুমন কুমার মালাকার, ডিআরআরসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও কারিতাসের কৃর্মকর্তারা। 

টিএইচ