সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুর প্রেস ক্লাবে আইনের সংকলন গ্রন্থ উপহার

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর প্রেস ক্লাবে আইনের সংকলন গ্রন্থ উপহার

দিনাজপুর প্রেস ক্লাবে বাংলাদেশ চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন সংকলিত ‘দৈনন্দিন জীবনে আইন’ গণমাধ্যম কর্মীদের জন্য অতি প্রয়োজনীয় আইনের এ সংকলন গ্রন্থটি জাতীয় দৈনিক ভোরের আকাশের সৌজন্যে উপহার দেয়া হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের হাতে আইনের সংকলন গ্রন্থটি তুলে দেন দৈনিক ভোরের আকাশের স্টাফ রিপোর্টার মাসউদ রানা। 

এসময় বাসসের জেলা প্রতিনিধি মো. রোস্তম আলী মন্ডল, মাই টিভির জেলা প্রতিনিধি মুকুল চ্যাটার্জী, যুগান্তরের জেলা প্রতিনিধি একরাম হোসেন তালুকদারসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

টিএইচ