মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

দিনাজপুর ভারপ্রাপ্ত পৌরমেয়রের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর ভারপ্রাপ্ত  পৌরমেয়রের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দিনাজপুরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পৌর পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল দায়িত্ব নেয়ার ১৯ দিন সময়ে পৌরসভার বিভিন্ন রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন, জন্ম নিবন্ধন সমস্যাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের উল্লেখ করে জানান, এরই মধ্যে পৌরসভার কাছে পাওনা পিডিবি-১ ও ২ এর প্রায় ১০ লাখ টাকার বকেয়া বিদ্যৎ বিল পরিশোধ করা হয়েছে। 

তিনি জানান, পিডিবি পৌরসভার কাছে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ২৪ কোটি টাকা পাবে। অপরদিকে পৌরসভা পিডিপির কাছে বিভিন্ন স্থানের জমির ইজারা বাবত পাবে প্রায় ৩২ কোটি টাকা। প্রয়োজনে এই টাকা আদায়ে সিভিল মামলা করা হবে। 

তিনি আরো বলেন, পৌরসভার হোল্ডিং ট্যাক্স বাবদ হাল সনসহ প্রায় ১৪ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার ৭৮৭ টাকা বকেয়া রযেছে। এর মধ্যে হাল সনের ৩ কোটি ১৫ লাখ ৪৮ হাজার ৮৬৯ টাকা ও বকেয়া ১১ কোটি ৮১ লাখ ৩০ হাজার ৯১৮ টাকা। এই বকেয়া টাকা আদায়ে উদ্যোগ নেয়া হয়েছে। বড় খেলাফিদের তালিকা করে তাকাদা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, বর্তমানে বিভিন্ন স্থানে পৌরসভার প্রায় একশ একর জমি বেদখল হয়েছে রয়েছে। এই জমি দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ট্রেড লাইসেন্স ও অটোরিক্সা লাইসেন্স নবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। ডেঙ্গু নিধনে নিয়মিত ওষুধ ছিটানোর ব্যবস্থা করা হয়েছে।

রাস্তা ও যত্রতত্র নির্মাণ সামগ্রি ফেলে কেউ যাতে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারেও উদ্যোগ নেয়া হয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

তিনি বলেন, পৌরসভার আয় দিয়েই পৌরসভার যাবতীয় ব্যয় নির্বাহ করা সম্ভব। এ ব্যাপারে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি সাংবাদিকদের মতামত শোনেন ও শহরের বিভিন্ন সমস্যা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় প্যানেল মেয়র-২ এমকেএম মাসুদুল ইসলাম মাসুদ, কাউন্সিলর কাজী আশরাশ উজ্জামান বাবু, জুলফিকার আলী স্বপন, মাসতুরা বেগম পুতুল, মাকসুদা পারভীন মিনা, পৌরসভার সচিব মাহবুবর রহমান, নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলামসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও পৌরসভার বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

টিএইচ