সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুরে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুরের উদ্যোগে সোমবার (১০ জুলাই) দিনাজপুর জেলা আনসার ও ভিডিপির হলরুমে ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপ ভিডিপি (পুরুষ) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক (বিভিএম পিভিএমএস) মো. আব্দুস সামাদ। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ তোমাদের জীবনের এক বড় ভূমিকা পালন করবে। তাই প্রশিক্ষণ চলাকালীন সময় তোমাদের মনকে সার্বক্ষণিক শিক্ষার মানসিকতা তৈরি রেখে এই প্রশিক্ষণের প্রতিটি ধাপ, প্রতিটি কথা এবং প্রতিটি মুহূর্ত স্বতঃস্ফূর্তভাবে পালন করবে। 

অনুষ্ঠানে দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. হাছান আলীর সভাপতিত্বে অংশগ্রহণ করেন দিনাজপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আব্দুর রউফ, বিরল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা বেগম, সদর উপজেলা প্রশিক্ষক ও উক্ত কোর্সের প্রধান প্রশিক্ষক গিরিশচন্দ্র রায়, ১৪০ জন প্রশিক্ষণার্থী আনসার ও ভিডিপি সদস্যরা।

টিএইচ