সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুরে ডিসি ও এসপির উপস্থিতিতে ফ্রি চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ডিসি ও এসপির উপস্থিতিতে ফ্রি চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে উত্তরবঙ্গের চক্ষু হাসপাতাল গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুরের উদ্দ্যোগে দিনাজপুর কালেক্টর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ও জনগণের জন্য উন্মুক্তভাবে ফ্রি-চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ও আই হসপিটালের সভাপতি শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ (সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, হাসপাতাল নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লোকমানসহ স্কুলের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। 

চিকিৎসা নিতে আসা প্রায় ৬৭০জন শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ফ্রি-চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। বক্তারা বলেন, চোখ মানুষের দেহের একটি মূল্যবান অঙ্গ।

যার চোখ নাই তার কাছে পৃথিবী অন্ধকার। চোখে কোনো প্রকার সমস্যা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করাতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আই হসপিটালের কর্মকর্তা হামিদুর রহমান।

টিএইচ