সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার (৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সহযোগিতায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো বাংলা ইশারা ভাষা দিবস।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে প্রধান অতিথি এলজিইডির উপ-পরিচালক (যুগ্ম সচিব) মো. মাহবুবুল করিম ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল হক প্রামানিকের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল হক প্রামানিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডির উপ-পরিচালক (যুগ্ম সচিব) মো. মাহবুবুল করিম। 

স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শরিফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বধির ইনস্টিটিউট দিনাজপুরের প্রধান শিক্ষক নাজনিন আক্তার ও সিডিএ’র রিসোর্স পার্সন অনামিকা পান্ডে। 

এ সময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, প্রমশনাল অফিসার রুস্তম-ই-জাহানী, মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এবং উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠী ও পাঠাগারের সাধারণ সম্পাদক আলেয়া বেগম, নর্দান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনডিও)’র নির্বাহী পরিচালক মো. সামিউল আলম জনি প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনির হোসেন। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন গোলাম রাব্বানী। 

টিএইচ