মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় দিনাজপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আনন্দ উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩ টি স্কুলের ১১০ জন শিক্ষার্থী ১৬ টি প্রতিযোগিতায় অংশ নেয়।
 
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী হাসান, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল শাহনেওয়াজ, বধির ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নাজনিন আকতার ও সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের রিসোর্স টিচার ইয়াসমিনসহ অভিভাবকরা।

জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসেন জানান, প্রতিযোগিতায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, বধির ইনস্টিটিউট ও সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের মোট ১১০ জন শিক্ষার্থী ১৬ টি ইভেন্টে অংশ নেয়। 

এর মধ্যে যেমন খুশি তেমন সাজো, ছেলে ও মেয়েদের বিস্কুট দৌড়, মোরগ লড়াই, বেলুন ফাটানো খেলা উপস্থিত সকলে বেশ আনন্দের সঙ্গে উপভোগ করে। 

টিএইচ