মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র্যালি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র্যালি

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টার রোববার (২৯ সেপ্টেম্বর) জিয়া হার্ট ফাউন্ডেশন থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া হার্ট ফাউন্ডেশনে এসে শেষ হয়।  

র্যালিতে উপস্থিত ছিলেন- জিয়া হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক,  কোষাধক্ষ্য আনারুল কবির, ভারপ্রাপ্ত পরিচালক ডা. আশরাফ উজ জামান লিটন, প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবা আলম ও লিয়াজোঁ অফিসার গোলাম রসুল রকেট প্রমুখ। 

র্যালি শেষে জিয়া হাট ফাউন্ডেশনে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার ও র্যালিতে নার্সিং কলেজের শিক্ষার্থীরা এবং হার্ট ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। 

টিএইচ