মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুরে সাবেক হুইপ ও তার ভাই বিচারপতি ইনায়েতের বিরূদ্ধে হত্যা মামলা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে সাবেক হুইপ ও তার ভাই বিচারপতি ইনায়েতের বিরূদ্ধে হত্যা মামলা

দিনাজপুরে জাতীয় সংসদের সাবেক হুইপ ও দিনাজপুর-৩ সদর আসনের সাবেক এমপি ইকবালুর রহিম ও তার বড় ভাই আপীল বিভাগের সাবেক বিচারপতি ইনায়েতুর রহিমসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫শ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। 

গত সোমবার দিনাজপুর উপশহর এলাকার বাসিন্দা মো. রুহান হোসেন বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় এ মামলা করেন। মামলা নং-১৮। দিনাজপুর কোতয়ালী থানার ওসি ফরিদ হোসেন এতথ্য জানিয়েছেন। নিহত রাহুল ইসলাম (১৮) দিনাজপুর সদর উপজেলার বিদরমসাই গ্রামের বাসিন্দা এবং রানীগঞ্জ এহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

বাদী তার অভিযোগে উল্লেখ করেন, তৎকালীন ক্ষমতাসীন আ.লীগ সরকারের আমলে আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট দিনাজপুর জিলা স্কুলের সামনে পাকা রাস্তা দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে। 

এ সময়  উল্লেখিত আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ উস্কানিতে এবং তাদের নির্দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের যেকোন মূল্যে আন্দোলন পণ্ড করার জন্য যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং অনুসারী সন্ত্রাসীদের আন্দোলন দমন করার জন্য হুকুম প্রদান করে। 

তারা প্রকাশ্যে অস্ত্রসহ শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে অনেক শিক্ষার্থী গুরুত্বর আহত ও জখম হয়। পরে সংঘর্ষ শুরু হলে রাহুল ইসলাম আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আবার তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং ১১ আগস্ট বিকেলে তিনি মারা যান। 

টিএইচ