বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জের দিরাইয়ে জায়গাসংক্রান্ত বিষয় নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২০ জন। রোববার (০৯ মার্চ) উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম এবং গ্রামের মুক্তিযোদ্ধা সফিক চৌধুরী ও আশিক মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশিক ও সফিক মিয়ার পক্ষের ১৯ জন গুলিবিদ্ধ হন।  

জানা যায়, উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফুর ও সাবেক ইউপি সদস্য আব্দু সালাম ও অপরপক্ষ মুক্তিযোদ্ধা শফিক চৌধুরী ও আশিক মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়াদী নিয়া বিরোধ চলে আসছিল এই ধারাবাহিকতায় কিছু দিন আগে ইউপি সদস্য আব্দুস সালাম একই গ্রামের আল ফারুক চৌধুরীর জায়গা কিনতে ব্যর্থ হলে এবং জায়গা আশিক মিয়া কিনে নিলে বিষয়টি চেয়ারম্যানের গ্রুপ মেনে নিতে পারিনি।

এবং পূর্ব বিভিন্ন বিষয়াদি নিয়া বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে। এরই ধারাবাহিকতায় রোববার (০৯ মার্চ) উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয়পক্ষের মধ্যে দেশি  অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের একপর্যায়ে লুৎফুর রহমানের লোকজন অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অপরপক্ষের লোকরা হামলা চালালে সফিক চৌধুরী ও আসিক মিয়ার পক্ষের ১৯ জন গুলিবিদ্ধ হয়।

আহতদের প্রথমে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসলে গুলিবিদ্ধ ১৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে আমি পৌছি এবং পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষ শূন্য অবস্থায় আছে।

টিএইচ