শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ

ভারি বর্ষণের কারণে বোয়ালখালী ছড়ার পানির তীব্র স্রোতে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের জাতমলী বেইলি সেতুর পূর্ব পাশের মাটি সরে গিয়ে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

জানাযায়, মঙ্গলবার (৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই যানচলাচল বন্ধ হলে বেইলি সেতুর দুপাশে ছোট-বড় যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তির পাশাপাশি দুর্ভোগে পড়েছে দুপাড়ের মানুষ।

স্থানীয় ইউপি সদস্য ঘনশ্যাম ত্রিপুরা মানিক বলেন, ভারি বৃষ্টির কারণে প্রবল স্রোতে জামতলী বেইলি সেতুর একপাশের ভরাটকৃত মাটি সরে গিয়ে সেতুটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্তমানে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

টিএইচ