শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

দীঘিনালায় অসহায় দুস্থদের মধ্যে সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি 

দীঘিনালায় অসহায় দুস্থদের মধ্যে সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

আত্মমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে অসহায় দুস্থ জনগোষ্ঠী ও ধর্মীয়  সামাজিক উৎসব সহযোগিতা প্রদান কাজ করছে দীঘিনালা জোন।
 
শনিবার (২৫ নভেম্বর) দীঘিনালা জোন সদরে দীঘিনালা সর্বজনীন শ্রী শ্রী রাস মহোৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ দে ও অসহায় গরিব দুস্থ দীঘিনালা ইউপির রাজেন্দ্র কার্বারী পাড়া এলাকার বিশ্ব রঞ্জন ত্রিপুরা, মেরুং ইউপি রশিক নগর এলাকার জবেদা খাতুন, মেরুং ইউপির মধ্য বেতছড়ি গোড়স্থান টিলা এলাকার মিলন মিয়া, বোয়ালখালী ইউপির থানা পাড়া এলাকার মো. তছলিম উদ্দিন, কবাখাখালী কৃপাপুর এলাকার জমেয়ে চাকমার মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল রুমন পারভেজ পিএসসি। 

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান পিএসসি, জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মুহাম্মদ শাফী মুস্তফা। এসময় জোন কমান্ডার লে. কর্ণেল রুমন পারভেজ বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই মর্মে ধর্মীয় ও সামাজিক আনন্দ উৎসব এবং অসহায় গরিব দুস্থদের দীঘিনালা জোনের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়। দীঘিনালা জোন গরিবকে সবসময় সাহায্য করে থাকে। 

টিএইচ