সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দীঘিনালায় অস্ত্র গোলাবারুদ উদ্ধার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি 

দীঘিনালায় অস্ত্র গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ি দীঘিনালার ৯ মাইল এলাকায় থেকে সশস্ত্র চাঁদাবাজদেরে ব্যবহূত অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) সকালে দীঘিনালা জোনের ওয়ারেন্ট অফিসার মো. বাবলুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। 

দুপুরে দীঘিনালা জোন সদরে  প্রেস ব্রিফিং করা হয়। প্রেস ব্রিফিংএ দীঘিনালা জোনের ৪ই বেঙ্গলের মেজর নাহিদ হাসান পিএসসি জানান, সশস্ত্র চাঁদাবাজির খবর পাওয়া যায়। চাঁদাবাজরা অন্য যানবাহনের পাশাপাশি সমপ্রতি ভেঙে যাওয়া মাইনি সেতু সংস্কারের সরঞ্জাম বহনকারী বেসামরিক গাড়ি থেকেও মোটা অংকের চাঁদা দাবি করে বলে জানা যায়। 

ওই তথ্যের ভিত্তিতে দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত অভিযানে একটি গাদা বন্দুক, একটি দেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, একটি এ্যান্টিনা ও  মোবাইলসহ তাদের ব্যবহূত অন্য সরঞ্জামাদি আটক করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা সব সরঞ্জামাদি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। 

পরবর্তীতে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ পূর্বক আটককৃত অস্ত্র এবং অন্য সরঞ্জামাদি দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়। খাগড়াছড়ি রিজিয়নের অজান্তে নির্দেশনা মোতাবেক সশস্ত্র চাঁদাবাজদের বিরুদ্ধে দীঘিনালা জোনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

টিএইচ